পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এর অনুরোধ মেনে নিয়ে রাত ৯টার পর দূরপাল্লার যানবাহন না চালানোর বিষয়ে একমত হয়েছেন পরিবহন মালিকরা। তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান স্বাভাবিক নিয়মে চলাচল করবে।
আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন মালিকদের এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এবং পরিবহন মালিকরা একথা জানান।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা মালিক সংগঠনের নেতৃবৃন্দকে আগেই অনুরোধ করেছিলাম যে যাত্রীবাহী বাস যেন রাত ৯টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারে।
“তখন মালিকরা আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করলেও আজ দীর্ঘ আলোচনার পরে তারা এ বিষয়ে সরকারের সঙ্গে একমত হয়েছেন। “পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নৈশকোচ চলবে না। তবে সব ধরনের মালবাহী গাড়ি চলবে”।
বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ সাংবাদিকদের বলেন, “আমাদের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে এবং রোড সচল হয়েছে। শুধু উত্তরবঙ্গ ও চট্টগ্রামের কিছু জায়গায়ই সমস্যা হচ্ছে।”
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি থেকে চলে আসা বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে মহাসড়কে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এরইমধ্যে গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশলাইনে টেলিকম ভবনে বাস মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাত ৯টার পরে মহাসড়কে গাড়ি না চালাতে মালিকদের প্রতি আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।