চিকিৎসক সংসদ সদস্যরা দেশজুড়ে নাশকতা বন্ধে খালেদা জিয়াকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে অবরোধসহ ‘সহিংস’ কর্মসূচি না তুলে নিলে বিএনপি চেয়ারপারসনকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেন গাইবান্ধা-৩ আসনের সাংসদ ডা. ইউনুস আলী সরকার।
তিনি বলেন, 'দেশে আন্দোলনের নামে জঙ্গিবাদ চলছে। আগামী সাত দিনের মধ্যে খালেদা জিয়া নাশকতা বন্ধ না করলে আমরা চিকিৎকরা মিছিল নিয়ে তার গুলশানের কার্যালয় ঘেরাও করব। তিনি কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত তাকে সেখানেই ঘেরাও করে রাখবো।'
মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তসহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদেরও মানববন্ধনে দেখা গেছে।
সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক বলেন, 'নাশকতা রাজনীতির ভাষা নয়। আমরাও এক সময় বিরোধী পক্ষে ছিলাম। আমরা কখনো নাশকতা করিনি। জঙ্গিবাদীদের দিয়ে এদেশের রাজনীতি চলতে পারে না।'
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জঙ্গিবাদ, হত্যা ও নাশকতা প্রত্যাহার করে তাদের রাজনীতির ভাষায় কথা বলতে হবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, 'আজ দেশকে অসুস্থ করার ষড়যন্ত্র চলছে। এদের প্রতিহত করতে দেশের মানুষকে সরকারের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে।'
মানববন্ধনে আরো অংশ নেন ডা. রুস্তম আলী ফরাজী, ডা. মোবাশ্বের আলী, ডা. সাগুফতা ইয়াসমিন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তারানা হালিম ও আয়েন উদ্দিন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।