গুলশানে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের অবস্থান কর্মসূচি
গুলশানে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০১৫
প্রিন্টঅঅ-অ+
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সামনে যেতে না পেরে গুলশান-২ এ অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অভিমুখে রওয়ানা হন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে তারা রাস্তায় অবস্থান কর্মসূচি শুরু করেন।
এতে নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম বলেন, দুর্ঘটনা এড়াতে তাদের খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যেতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে গুলশান জোনের পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, আমরা রাস্তায় এসেছি মানুষের নিরাপত্তা দিতে। যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে এ কারণেই তাদের খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দিকে যেতে দেওয়া হচ্ছে না।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।