চাঁপাইনবাবগঞ্জের দূরবর্তী ভোলাহাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পানি সরবরাহের সম্বল দুটি নলকূপই অকেজো হয়ে পড়ায় খাবার পানি সহ বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি নলকুপ যা থেকে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীরা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা পানি সংগ্রহ করে ব্যবহার করেন সেই দুটি নলকূপই অচল। দীর্ঘদিন যাবত দুটি কলই অকেজো থাকায় দূর হতে পানি নিয়ে আসতে হচ্ছে সবাইকে। ফলে রোগী ও কর্মরতদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
সম্প্রতি সরজমিন গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীর স্বজন পানি নেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের এদিক-ওদিক ছোটাছুটি করে শেষে দূর থেকে পানি নিয়ে আসলেন।
দীর্ঘদিন যাবত নলকুপগুলি অকেজো থাকার কারণ জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিসে গিয়ে তার দেখা মেলেনি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। রবিবার বিকেলে তিনি আরও জানান যদি নলকুপ গুলি অকেজো হয়ে থাকে তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।