এই প্রথম ইলিয়াস কাঞ্চন ও চম্পা শিশুতোষ কোন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।চলচ্চিত্রের নাম ‘ঘুড়ি’। সিনেভিশন বাংলাদেশের প্রযোজনায় কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছে তরুণ নির্মাতা জাফর ফিরোজ। আশির দশকে ইলিয়াস কাঞ্চন-চম্পা জুটি নির্মাতা ও দর্শকদের কাছে অনেক জনপ্রিয় ছিল। অসংখ্য ছবিতে জুটি হয়ে অভিনয় করে দর্শক-প্রশংসিত হন তাঁরা।
চম্পা বলেন, ‘দীর্ঘদিন পর কাঞ্চন ভাইয়ের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছি, তবে এ জুটি সম্পূর্ণ ভিন্ন। আমাদের ভালোবাসার জায়গাটা এবার সন্তানদের জন্য। একজন আদর্শ মা-বাবা হিসেবেই ‘ঘুড়ি’তে আমাদেরকে দেখতে পাবেন। ভাবতে ভালোই লাগছে যে একটি ভিন্নধারার গল্পে অভিনয় করতে যাচ্ছি। জীবনের অনিশ্চয়তার খেলায় ছবির গল্পটা এক কোথায় অসাধারণ। ‘ঘুড়ি’ ছবিটি দেখতে বাবা মা’রা তাদের সন্তানদেরকে নিয়ে একসঙ্গে প্রেক্ষাগৃহে আসবেন বলে আমার বিশ্বাস।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সমাজের প্রতি আমাদের যে দায়বব্ধতা ‘ঘুড়ি’ সেই বিষয়টিকেই তুলে এনেছে। কোথায় কোথায় অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা থেকে উত্তরণের উপায়; এককথায় অসাধারণ গল্প। এই ছবিটিতে আমি এক পিতা আবার আমারও এক পিতা আছেন যিনি শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম।
এই চলচ্চিত্রটিতে পরিচালক পরিবারের তিনটি প্রজন্মকে একই ফ্রেমে আবদ্ধ করেছেন।’ ঘুড়িতে গান লিখেছেন রেজাউর রহমান রিজভী ও জাফর ফিরোজ। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শিশু শিল্পী ফারিয়া, তাবাসসুম, আহমদ, ইয়াসিন, পিয়ানসহ অনেকে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।