খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানে যাচ্ছেন প্রধানমন্ত্রী
খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ২৪ জানুয়ারি, ২০১৫
প্রিন্টঅঅ-অ+
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুতে শোক সমবেদনা জানাতে তার গুলশানের কার্যালয়ে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছেন, আজ শনিবার রাত ৮টায় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকে মুহ্যমান খালেদা জিয়াকে সমবেদনা জানেতে যাবেন। এ কারণে আজকের রাতে আ.লীগের জরুরি সভা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুতেই তাঁকে সমবেদনা জানাতেই প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে দুপুরে মালয়েশিয়ায় মারা গেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। সকালে বুকে ব্যর্থা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।