চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া সীমান্ত থেকে ২০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোর ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, শনিবার ভোরে উপজেলার গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ারের নির্দেশে নায়েক সৈয়দ আলী গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের একটি ভুট্টা ক্ষেতে ওঁৎ পেতে ছিল। এসময় ৩-৪ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা ৩টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে মাদক গুলো উদ্ধার করা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।