মেহেরপুরের মুজিবনগরে এলাকা থেকে সাত মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মর্জিনা খাতুন (২১) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে তোলা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পুলিশের সহায়তায় জেলা প্রশানের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলমের তত্ত্বাবধানে শিবপুর কবরস্থান থেকে লাশটি তোলা হয়।মর্জিনা খাতুন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের দুলা গাজীর ছেলে ইকবাল হোসেনের স্ত্রী।
মর্জিনা খাতুনের বড় ভাই ও মামলার বাদী মকলেচুর রহমান বলেন, গত বছরের ২৪ জুলাই আমার বোনকে তার স্বামী ইকবাল হোসেন ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যার পর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে জানায়। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। এক মাস না যেতেই ইকবাল পুনরায় বিয়ে করেন। এ ছাড়া তার আচরণে সন্দেহে হলে মুজিবনগর থানায় হত্যা মামলা করি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল আলম বলেন, গৃহবধূ মর্জিনার বড় ভাই মকলেচুর রহমান বাদী হয়ে মেহেরপুর আমলি আদালতে মামলা করেন। মর্জিনা খাতুনকে হত্যা করা হয়েছে- এমন সন্দেহে আদালত লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। এরপর স্থানীয় পুলিশের সহায়তায় মর্জিনা খাতুনের লাশ কবর থেকে তোলা হয়।
মর্জিনা খাতুনের স্বামী ইকবাল হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা বর্তমানে পলাতক রয়েছেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।