ছাতকে ইউপি চেয়ারম্যানর উপর হামলায় দ্রুত বিচার আইনে মামলা
ছাতকে ইউপি চেয়ারম্যানর উপর হামলায় দ্রুত বিচার আইনে মামলা
নুর উদ্দিন, ছাতক
প্রিন্টঅঅ-অ+
ছাতকে সাবরেজিস্ট্রার অফিসে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি চেয়ারম্যান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মুহিতপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে রুহুল আমীনকে প্রধান আসামি করে থানায় দ্রুত বিচার আইনে (সংশোধন আইন ২০১০ এর ৪/৫ ধারায়) মামলা নং-১১, তাং-১৬,০১,২০১৫ইং রুজু করা হয়েছে।
এজাহার ও বাদি সূত্রে জানা যায়, চাচাতো ভাই নুরুল আমীন’র স্ত্রী সুফিয়া বেগম গংদের কাছ থেকে জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নেন ইউপি চেয়ারম্যান সুন্দর আলী। পরে জায়গা ক্রয়ের খবর পেয়ে ৭ জানুয়ারী সকালে আসামি রুহুল আমীন দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে উঠে রুহুল আমীন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারী ক্রয়কৃত জায়গার দলিল সম্পাদনের জন্য উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসে যাওয়া হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান সুন্দর আলী দলিল রিজিষ্ট্রির জন্য সাব রেজিষ্টারের সম্মুখে কাগজপত্র উপস্থাপন করেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাদের উপর হামলা চালায়।
হামলায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মামলার বাদি সুন্দর আলী, তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন, সুহিতপুর গ্রামের ছবর আলীর পুত্র কবির হুসেন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে কবির হোসেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মামলায় আরো উল্লেখ করা হয় হামলাকারীরা রফিকুল ইসলাম কিরণকে আহত করে জমি রেজিস্ট্রারের নগদ ১৭ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়া হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।