বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের চতুর্থ দিনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তুলা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় শনিবার গভীর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দলবন্ধ কয়েক জন অবরোধকারী মহাসড়কে চলাচলরত তুলা বোঝাই ঢাকা মেট্রো (ট-১১-৮৬০০) ট্রাকের গতিরোধ করে ভাঙচুর করে। পরে তারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে এলে অবরোধকারীরা পালিয়ে যায়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।