দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে আমন ধানের নতুন চাউল ক্রয়ের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর দেড়টার সময় ফুলবাড়ি উপজেলা খাদ্য গুদামে আমন ধানের চাউল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত করেন ফুলবাড়ি চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ সাহেদার আলম শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শওকত আলী খন্দকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাজেদুর রহমান, খাদ্য পরিদর্শক মোঃ সাকিল আহম্মেদ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মাসুদুর রহমান। ফুলবাড়ি চাউল কল মালিক সমিতির সভাপতি মোঃ সাহেদার আলম শাহ্, সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন হাসকিং মিল মালিকগণ উপস্থিত ছিলেন। চলতি বছর সরকার প্রতি কেজি চাউল ৩২ টাকা কেজি দরে ক্রয় করবেন। চলতি অর্থ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাউল ক্রয় অব্যাহত থাকবে। এবার মোট ২১২৪ মেট্রিক টন চাউল ক্রয় করা হবে, ফুলবাড়ি খাদ্য গুদামে ১৪৯৩.১৮৫০ ও মাদিলা খাদ্য গুদামে ৬২৭.০৫০ মেট্রিক টন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।