দীর্ঘ দশবছর চেষ্টা করার পর মানব সভ্যতার তৈরি রকেটযান পৌছে গেল ধূমকেতুতেও। ধূমকেতুতে এই প্রথম নামল রোবট-যান।
বুধবার মহাকাশযান রোসেটা থেকে ধূমকেতু সিক্সটি সেভেন-পির পিঠে নামে ছোট্ট রোবট যান ফিলে। কিন্তু অ্যাঙ্কারিং সিস্টেমে সমস্যার দরুণ পৃথিবী ও সৌরজগতের জন্ম নিয়ে গবেষণার যে পরিকল্পনা ছিল তা ব্যাহত হয়েছে।
এই ধূমকেতুতে রোবট অবতরণের লক্ষ্যেই ২০০৪ সালে মহাকাশ যান রোসেটার উত্ক্ষেপণ করেছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি। দশবছর ধরে তা ধাওয়া করার পর অবশেষে সেই অসাধ্য সাধন হল। এই ঘটনাকে মানব সভ্যতার এক বিরাট পদক্ষেপ বলে বর্ণনা করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহা নির্দেশক জাঁ-জ্যাক ডোরিয়েন।
মানুষের বিজ্ঞান সাধনার এই অসাধারণ মুহূর্তটি আজ গুগলের ডুডলেও। আজ ডুডলিং 'ফিলে'-ময়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।