সোহাগপুর গণহত্যায় জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড দেয়া এবং রায় কার্যকর করার প্রাক্কালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলোচিত সোহাগপুর বিধবা পল্লীতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
৮ নভেম্বর বিকালে একজন উপপরিদর্শকের নেতৃত্বে ১৫ জনের একটি পুলিশ দলকে সোহাগপুর বিধবা পল্লীর নিরাপত্তা বিধানে নিয়োজিত করা হয়। কাকরকান্দি ইউনিয়ন পরিষদ ভবনে এই অস্থায়ী ক্যাম্প কাজ শুরু করেছে।
পুলিশের তরফ থেকে শেরপুরের সহকারী পুলিশ সুপার শাজাহান মিয়া জানান, মূলত সোহাগপুরের বিধবাদের নিরাপত্তা প্রদানের জন্যই এই অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।