গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মজিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত ২০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার শাখাহার ইউনিয়নের পারুল (গনার) গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পীরোত্তর ওয়াকফ এস্টেটের প্রায় ৭ বিঘা জমি দখল নিয়ে পারুল গ্রামের প্রভাবশালী আজগার আলীর সঙ্গে গ্রামবাসীর বিরোধ চলে আসছিল। সকালে আজগার আলীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। এ সময় গ্রামবাসী তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মজিবর রহমান মারা যান।
গোবিন্দগঞ্জ থানার (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।