লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি ও তাকে সর্বোচ্চ বেতনভূক্ত করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। শুক্রবার বার্সার এক অফিসিয়াল বিবৃতিতে এটা জানানো হয়।
গত কয়েক সপ্তাহ ধরে আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়নের কথা বলে যাচ্ছিল কাতালানরা। অবশেষে ক্লাবটির সঙ্গে প্রতি মৌসুমে ২০ মিলিয়ন ইউরোর নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন এই ফরোয়ার্ড।
২০০৪ সালে ১৭ বছর বয়সে বার্সার হয়ে অভিষেকের পর ৪২৪ ম্যাচে ৩৫৪ গোল করা এই তারকা গতবছর প্রতি মৌসুমে সাড়ে ১২ মিলিয়ন ইউরো বেতনে চুক্তিবদ্ধ হন। কিন্তু সেটা ছাপিয়ে যায় রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন চুক্তি। এই ঘোষণায় আবারও বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ের পরিণত হতে যাচ্ছেন মেসি।
সাহস২৪.কম/এফএ.
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।