দিনাজপুর জেলার বিরল উপজেলায় বিপুল পরিমানে জিহাদি বই, পোস্টার ছাত্র শিবিরের ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হল উপজেলার দক্ষিণ অঞ্চলের সভাপতি ও শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের খইড় উদ্দিনের ছেলে তাজমুল ইসলাম (২৪), একই গ্রামের মকছেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৩) ও সেলিম রেজার ছেলে তানজিমুল ইসলাম (১৯)।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জামায়াতের অংগ সংগঠন শিবিরের ৩ জন সদস্য মোটরসাইকেল যোগে বিপুল পরিমানে জিহাদি বই, পোস্টারসহ বিভিন্ন প্রকার মালামাল নিয়ে যাচ্ছে।
সংবাদ পেয়ে পুলিশ বিরল উপজেলা পরিষদের গেটের সামনে তাদের মোটরসাইকেলসহ আটক করে থানা নিয়ে আসে। পরে তাদের তল্লাশী করে বিপুল পরিমানে জিহাদি বই, পোস্টার, চাঁদার রশিদ পাওয়া যায়।
এছাড়া তিনি আরো জানান, শিবিরের সভাপতি তাজমুল ইসলামের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।